বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় শিক্ষক প্রশিক্ষণে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণের শেষ দিনে দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বিদায় দেয়া হয়। বিদায়ী শিক্ষক মনিরুল ইসলাম খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষক। তিনি আগামী ৩১ ডিসেম্বর বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করবেন।
রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষক সমিতির আহবায়ক এলিজা কায়েস। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান। বাঘা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাফর ইকবালের সঞ্চায়নায় বক্তব্য রাখেন বিদায়ী সহকারি শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, কামরুল হাসান, জুয়েল আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।