সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়ে)’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বাউসা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গতকাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। সহকারী তথ্য অফিসার আতাউর রহমান পরিচালনায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মুজিবুর রহমান, ইউনিয়ন সচিব সচিব রফি আহম্মেদ প্রমুখ।