বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সিম্ফনি মোবাইল কোম্পানির ‘আপন’ অ্যাসোসিয়েশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট নীডস’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র হিসেবে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী জেলা জাসদের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান-১, বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিম্ফনি মোবাইল কোম্পানির রিজিওনাল সেল্স ম্যানেজার জিয়াউর রহমান, এরিয়া সেল্স ম্যানেজার আবু তারেক, স্থানীয় পরিবেশক মিজানুর রহমান সুজন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কন্ঠশিল্পী ডা. নূরুজ্জামান মাইজ ভান্ডারী প্রমুখ।