বাঘায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রশিক্ষণের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন।
বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে এবং সাংবাদিক নুরুজ্জামান ও গোলাম তোফাজ্জল কবীর মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, প্রশিক্ষক মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মোস্তাফিজ, পিআইবি’র সমন্বয়কারী রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী চারটি উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে গতিশীল হবে। এই প্রশিক্ষণে কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। ফলে নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে ও বাঘা প্রেসক্লাবের সহযোগিতায় গত ২৫ জানুয়ারি  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালায় বাঘা, চারঘাট, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন ও স্থানীয় সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন ।
আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বাঘা উপজেলা সাংবাদিক আবদুল লতিফ মিঞা, নুরুজ্জামান, আবদুল গফুর প্রাং, আমানুল হক আমান, লালন উদ্দিন, আসলাম আলী, আশরাফুল ইসলাম, গোলাম তোফাজ্জল কবীর মিলন, এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী, ফজলুর রহমান, আবদুল হানিফ, আবদুল কাদের নাহীদ, মিলন আলী, শাহানুর রহমান বাবু ও নাহিদা ইয়াসমিন লাকি। চারঘাট উপজেলার নজরুল ইসলাম বাচ্চু, ওবায়দুল ইসলাম রবি, ময়েন উদ্দিন ও আতিকুর রহমান। বাগাতিপাড়া উপজেলার মঞ্জুরুল আলম মাসুম, মাহাতাব উদ্দিন, মাহাতাব আলী, আবুল কালাম, হাসান মাহমুদ, ফজলে রাব্বি, মিজানুর রহমান, এসএম সাদ ইবনে রনো, ফজলুর রহমান ও অনিক আহম্মেদ। লালপুর উপজেলার ইমাম হাসান মুক্তি, একে আজাদ সেন্টু, মাজহারুল ইসলাম তিব্বত, রুহুল কুদ্দস কোয়েল, আশীষ কুমার সরকার ও এহসানুল করিম তুহিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ