শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ব্যাংকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. সাদেক হোসাইন ভার্চুয়ালের মাধ্যমে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ। আবু সালেহ্ আহমেদ রুবেলের সার্বিক তত্ত্বাবধানে ও প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএনএম সিরাজুল করিম, লে. কর্নেল (অব.) রমজান আলী সরকার, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা, ডা. আকতার রহমান, প্রধান শিক্ষক এমদাদুল হক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।
উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, এশিয়ান টিভির ব্যুরো চীপ আখতার রহমান, আ’লীগ নেতা কামাল হোসেন, ব্যবসায়ী গোলাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম রেমিডেন্স পাঠানো আমেরিকা প্রবাসি রবিউল ইসলামের ভাই রফিক আহমেদের হাতে ১ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয় এবং ব্যাংকে পক্ষ থেকে তাকে পুরুস্কার প্রদান করা হয়।