বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় এক ডিজিটাল অ্যাড এর দোকানের সাটার ভেঙে দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দোকান মালিকের দাবি। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চন্ডিপুর বাজারের রাব্বি ডিজিটাল অ্যাডের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার চন্ডিপুর বাজারে রাব্বি ডিজিটাল অ্যাড এর দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাব্বি ডিজিটাল অ্যাডের পরিচালক পিন্টু হাসান বলেন, এই চুরির ঘটনায় দোকানে থাকা মাইক, সাউন্ড সিস্টেম মেসিন ও খুচরা যন্ত্রাংশসহ ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বাজার কমিটিসহ স্থানীয় পুলিশ প্রসাশনকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, চুরির ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।