মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় নয়ন হোসেন (২২) নামের এক ধানকাটা শ্রমিকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে মেডিকেলে নেয়ার পর দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নয়ন হোসেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্ব কালিদাসখালী চরের ছুরমান আলীর ছেলে।
এ বিষয়ে চাচা জারমান আলী বলেন, গত সপ্তাহে আমার ভাতিজা নয়ন হোসেন মানিকগঞ্জের সিংগাইল উপজেলার নিলামবরপট্টি গ্রামের ধান কাটার শ্রমিক হিসেবে কাজে যায়। বৃহস্পতিবার খেত থেকে ধান কেটে মাধায় নিয়ে বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়া হলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তাকে বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি পূর্ব কালিদাসখালী চরে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেয়া বলেন, নয়ন হোসেন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। বিভিন্ন সময়ে এলাকায় বাইরে গিয়ে কাজ করে সংসার চালায়।