শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সাবেক এক ইউপি সদস্যকে ধারলো দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার আড়ানী বাজারের তালতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও সালাইনগর বিলপাড়া গ্রামের মৃত মাফেজ মন্ডলের ছেলে মজিবুর রহমান নিজ বাড়ি থেকে বিশেষ কাজে আড়ানী বাজারে আসেন। এসময় কোনো কিছু বুঝে উঠার আগে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়ানী পৌরসভার গোচর গ্রামের জয়নাল হোসেন নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে মজিবর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।