রবিবার, ১১ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৮ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে এক আম গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আরাফাত উপজেলার রুস্তমপুর হাইস্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী ও মোমিনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত হোসেনের মা তাকে স্কুলে যেতে বলে। সে স্কুলে যেতে না চাইলে বকাঝকা করে। এই বকাঝকা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আম গাছের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি বাঘা থানার ওসি আলী মাহমুদ নিশ্চিত করেছেন।