বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ তিনজন নারীকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চকছাতারী ও হরিরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে থেকে ৩১ বোতল ফেন্সিডিল ও ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
উপজেলার হরিরামপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগমকে (৪০) ৩১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। চকছাতারী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শাহানাজ বেগম (৫০) ও তার মেয়ে লতা খাতুনকে (২৫) ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত তিনজনের নামে পৃথক দুটি মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।