সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা শুক্রবার (২২ জানয়ারি) অভিযান চালিয়ে ১০১ বোবল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছেন।
র্যাব- এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক এর নেতৃত্বে বাঘা উপজেলার ছয়ঘাটি গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮ চায় অভিযান চালিয়ে বাঘার আলাইপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সোহাগ আলী (২১) কে ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় ধৃতের কাছ থেকে ফেন্সিডিল ছাড়াও মোবাইল ফোন ২ টি, সিম কার্ড ৩ টি, মেমোরি কার্ড ২ টি ও মাদক বিক্রয়লব্ধ-২০০০/- টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা রয়েছে।