বাঘায় ২১৩ কিলোমিটার রাস্তা ৪৬ বছরের পাকা হয় নি

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

আমানুল হক আমান, বাঘা


বাঘায় মীরগঞ্জ এলাকার কাঁচা রাস্তা-সোনার দেশ

রাজশাহীর বাঘায় ২১৩ কিলোমিটার রাস্তা ৪৬ বছরেও পাকাকরণ করা হয় নি। উপজেলায় দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট রাস্তা ৪৫৩ কিলোমিটার। এর মধ্যে ২৪০ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। কাঁচা রাস্তা রয়েছে ২১৩ কিলোমিটার। উপজেলায় গ্রামের সংখ্যা ১৩৩টি। তবে গ্রাম পর্যায়ের কিছু কিছু রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেগুলো দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। ফলে রাস্তার বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলো থেকে বাঁচতে পথচারীদের নাকে কাপড় গুঁজে চলতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি অধিদফতর এই পাকা রাস্তার পিচ ঢালাই করে। এসময় স্থানীয়রা বিভিন্নস্থানে নি¤্ন্নমানের কাজের অভিযোগ তোলেন। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয় নি। নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সড়কের পিচ উঠতে শুরু করে। এরপর আর সংস্কার না হওয়ায় বর্তমানে সড়ক বেহাল হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। রোগি নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ভাঙাচোরা সড়কের কারণে অসুস্থতা আরও বেড়ে যায়। বিশেষ করে গর্ভবতী নারীদের যাতায়াতে ঝুঁকি বেশি। দীর্ঘদিন দিন ধরে রাস্তা সংস্কার কাজ হচ্ছে না। অটোরিকশা বা রিকশায় চড়ে সড়ক দিয়ে চলাচল করতে গেলে ঝাঁকুনির কারণে কোমর ব্যথা হচ্ছে চলাচলকারীদের। রাস্তার বেহালের কারণে প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বাঘা উপজেলা প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, উপজেলায় ৪৫৩ কিলোমিটার রাস্তার মধ্যে ২৪০ কিলোমটিার রাস্তাপাকা করণ করা হয়েছে। অবশিষ্ট রয়েছে ২১৩ কিলোমিটার রাস্তা। তবে অধিকাংশ কাঁচা রাস্তার নম্বর করা হয়েছে। পর্যায়ক্রমে পাকাকরণ করা হচ্ছে।