শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
আমানুল হক আমান, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় একই গ্রামের নাম ২২টি হওয়ায় অজানা মানুষদের বিড়ম্বনার শিকার হতে হয়। রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে ও উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর দিকে বাউসা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের আশেপাশে রয়েছে গ্রামগুলো। ২২টি একই গ্রাম বাউসা ইউনিয়ন পরিষদের অধীনে। ইউনিয়ন পরিষদের থেকে গ্রামগুলোর দূরত্ব তুলনামুলকভাবে দেড় থেকে আড়াই কিলোমিটারের মধ্যে।
ভারালিপাড়া বাউসা গ্রামের প্রবীন বাসিন্দা ইউনুস মাস্টার একই গ্রামের কিভাবে ২২টি নামকরণ হয়েছে তার সঠিক জবাব দিতে পারেন নি। তবে তিনি বলেন, অনেক অজানা মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। তবে কোন অজানা মানুষ প্রথমে বাউসায় যেতে চাইলে ইউনিয়ন পরিষদ এলাকাকে দেখিয়ে দেয়া হয়। সেখানে গিয়ে নির্ধারিত গ্রামের নাম না বলতে পারলে পড়তে হয় মহাবিপাকে। গ্রামগুলো হলো, হাটপাড়া বাউসা, কারিকরপাড়া বাউসা, সরকারপাড়া বাউসা, কসের সরকারপাড়া বাউসা, দাঁড়পাড়া বাউসা, চকরপাড়া বাউসা, টলটলিপাড়া বাউসা, মধ্যপাড়া-তেনাচুরা বাউসা, পূর্বপাড়া বাউসা, মন্ডলপাড়া বাউসা, বেনুপুর বাউসা, ভাড়ালিপাড়া বাউসা, কামারপাড়া বাউসা, মিয়াপাড়া বাউসা, ঠাকুরপাড়া বাউসা, হেদাতিপাড়া বাউসা, পন্ডরিপাড়া বাউসা, মাঝপাড়া বাউসা, ফতেপুর বাউসা, চক বাউসা, টাইরিপাড়া বাউসা, কাচারিপাড়া বাউসা। ২২টি বাউসা গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস।
বাউসা ইউনিয়ন ৪ নম্বর ওয়াডের্র সাবেক সদস্য আকরাম হোসেন ২২টি বাউসার নামকরণ বিষয়ে জানাতে পারে নি। তবে তিনি বলেন, হাটপাড়া বাউসা গ্রামে ১৮২২ সালের প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া তিন শতাধিক বছরের পুরোনো একটি বটগাছ রয়েছে। এছাড়া উচ্চবিদ্যালয়, কলেজ, বালিকা বিদ্যালয় রয়েছে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ২২টি গ্রামের একই নাম হওয়ায় অজানা ব্যক্তিদের একটু সমস্যায় পড়তে হয়।