বাঘায় ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পের উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আড়ানী ও বাউসা ইউনিয়নে পৃথকভাবে এই ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নাকিব হাসান তরফদার, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিকসহ স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়ানী ও বাউসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, আড়ানী ভূমি অফিস পরিদর্শন করেন।