বাঘায় ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আপডেট: অক্টোবর ১৮, ২০১৬, ১১:৫১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ৪০ বোতল ফেন্সিডিলসহ কাউছার হোসেন নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাসযোগে বাঘা সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে পটুয়াখালি জেলার মীরজাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের সৈয়দ ইব্রাহীম হোসেনের ছেলে কাউসার হোসনে ঢাকায় যচ্ছিল। এসময় উপপুলিশ পরিদর্শক মাইনুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা মাজার গেটে চলমান বাস থামিয়ে তল্লাশী করে। এসময় পুলিশ কাউছারকে গ্রেফতার করে। তবে পুলিশের টের পেয়ে তার বন্ধু শাহাদত হোসেন জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ বলেন, এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ