বাঘা অনূর্ধ্ব ১৬ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বাঘা উচ্চবিদ্যালয়ে অনূর্ধ্ব ১৬ বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বাঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার আ,ফ, মহাম্মুদ ওবায়দুল হক। খেলঅ পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল, নজরুল ইসলাম বকুল, মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, আলতাব হোসেন, আব্দুল হাই ও স্বপন কুমার।