বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাসদ নেতা শফির প্রার্থীতা ঘোষণা

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন জাসদ নেতা শফিউর রহমান শফি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু)’র জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সাবেক কমান্ডার, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু)’র কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি উল্লেখ করেছেন প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো ধরনের সংকট মোকাবেলায় দলীয় নির্দেশনা মোতাবেক উপজেলাবাসীর পাশে সব সময় রয়েছি। দলীয় নির্দেশিত সব কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে করছি। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে জেল খেটেছি, মামলা হামলার শিকার হতে হয়েছে। তারপরও উপজেলার সর্বস্তরের জনসাধারণের ভালোবাসায় নির্বাচন করতে যাচ্ছি। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলা হবে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version