রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা ও পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর বাঘা ও পুঠিয়ায় জামায়াত-শিবিরের কর্মীসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, নিয়মিত মামলায় উপজেলার উত্তর মিলিক বাঘা চাকিপাড়া গ্রামের মৃত আবদুল প্রামানিকের ছেলে জামায়াতকর্মী মুনছুর আলী মুন্টু ও মনিগ্রাম হাবাশপুর গ্রামের শুকচাঁন মিঞার ছেলে আবদুস সালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত থানার এসআই মতিউর রহমান ও এএসআই শহিদুল ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে শিবির কর্মীসহ সাত জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নন্দনপুর গ্রামের সুলতানের ছেলে শিবিরকর্মী লিটন (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার মৃত ছাইয়ার ছেলে মফিদুল ইসলাম, গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার জুবেদ আলীর ছেলে ভুট্টু আলী, একই এলাকার মজনুর ছেলে মমিন আলী, নাটোর সদরের আবু তাহেরের ছেলে রায়হান আলী রিংকু, একই এলাকার শাহ আলমের ছেলে মসিউর রহমান, দুর্গাপুর এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন। গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।