বাঘা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ।। মাদকের সঙ্গে কোন আপোস নেই

আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ


বাঘা প্রতিনিধি
সকল অপরাধের মূল কারণ মাদক। মাদকের সঙ্গে কোন আপোস নেই। অপরাধী যেই হোক-না কেন তার বিচার হবে। তবে সিডিউলভুক্ত মামলা মিমাংসার নামে থানায় বিলম্ব না করার জন্য তিনি আহ্বান জানান।
গত বৃহস্পতিবার বিকেল ৫টায় বাঘা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এই জঙ্গিবাদের কোন ঠাঁই বাংলার মাটিতে। পুলিশিং কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য আহবান জানান তিনি।
বাঘা থানা চত্বরে অফিসার ইনচার্জ আলী মাহামুদের সভাপতিত্বে সভায় অনদের মধ্যে বক্তব্য দেন পুঠিয়া সার্কেল (এএসপি) আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু, সাধারণ সম্পাদক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আবদুল খালেক, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ