বাঘা-চারঘাট ব্যবসায়ীদের সাথে জেলা বেকারি মালিক সমিতির মতবিনিময়

আপডেট: মে ১৫, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বাঘা ও চারঘাট উপজেলার বেকারি ব্যবসায়ীদের সাথে রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ মে) বিকেলে নন্দনগাছি বাজারে স্থানীয় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার বাঁধন বেকারি মালিক আজিজুল হক।

মতবিনিময় সভায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, আমরা যারা বেকারি পণ্য তৈরি করি আমাদেরকে সচেতন হতে হবে খাদ্যপণ্য তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্পন্ন করার।

সেই সাথে রাষ্ট্রের সকল আইনকানুন মেনেই ব্যবসা বাণিজ্য করতে হবে। তবে আমাদের কোন ব্যবসায়ী ভাই যদি অহেতুক ভাবে, অযৌক্তিক ভাবে বা অন্যায় ভাবে হয়রানির শিকার হয় তবে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে এর জোরালো প্রতিবাদ করবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেনদরবার করে এর সমাধান করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলার রাজধানী বেকারি মালিক মাসুদ রানা, বানেশ্বরের নিউ হিরা বেকারির মালিক রাকেশ কুমার পাল, নন্দনগাছী বাজারের মিলন বেকারির মালিক মোসলেম আলী, মামা ভাগ্নে বেকারির মালিক ইদ্রিস আলী রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুল আলম, কোষাধ্যক্ষ আফসার আলী মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ