মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী ও কাউন্সিলার শপথ গ্রহণ করেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তারা এই শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জিএসএম জাফর উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের পরিচালক ও যুগ্মসচিব এনামুল হক।
নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, সবার সহযোগিতা নিয়ে পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করব। পৌরসভার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে।
উল্লখ্য,২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্কাছ আলী মেয়র নির্বাচিত হন।