রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌর বিএনপির ১ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের পৃথকভাবে দুটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৃথকভাবে দুটি ওয়ার্ডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া মাজার মাঠে টুটুল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘা পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন তফিকুল ইসলাম তফি। এই ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছে টুটুল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এছাড়া চক আমোপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদুল ইসলামের সভাপতিত্বে শহিদুল ইসলাম সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।