শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামকে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলাম (৪৪) উপজেলার চকনারায়নপুর গ্রামে মৃত আহম্মদ আলীর ছেলে। এ সময় তার কাছে ২০৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সীমকার্ড জব্দ করা হয়। দীর্ঘদিন থেকে আমিনুল ইসলাম ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, র্যাব বাদি হয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।