বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা, মোহনপুর ও নাচোল প্রতিনিধি
রাজশাহীর বাঘা, মোহনপুর ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ মাদকসেবীকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এদের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত দোসতুল আলীর ছেলে আরশেদ আলী (৫৫), অমোরপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সাইফুল (২৬), পাকুড়িয়া গ্রামের মৃত কফিল মোল্লার ছেলে ছাত্তার আলীকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
এদিকে মোহনপুরে এক হেরোইনসেবীকে পাঁচ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তের নাম এখলাস হোসেন (২২)। সে কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি গ্রামের মোখলেস সোনারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে হিরোইন সেবনের সময় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, দ-প্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেছে। নাচোল থানার এএসআই আবু হাসান জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইচন্ডী হাট এলাকা থেকে চোলাইমদ সেবনকালে তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকৃতদেরকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা নিজেদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ১ হাজার করে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ। দ-প্রাপ্তরা হলেন, উপজেলার কসবা ইউপির বাইলকা পাড়ার ফজলুর রহমানের ছেলে আবদুল লতিব (৫০) ও তায়েজ উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৫) এবং সোনামাসনার রিয়াজ উদ্দিনের ছেলে সুমির উদ্দিন (৪০)।