বাঘা স্বাস্থ্য কেন্দ্রে দুস্থদের জন্য কল্যাণ ফান্ড করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ শাহরিয়ার আলম বলেছেন, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা অসহায় এবং দুস্থ রুগিদের জন্য কল্যাণ ফান্ড তৈরী করা হবে। পৃথিবীর সব রাষ্ট্রের জন্য স্বাস্থ্য সেবা একটা চ্যালেঞ্জ। ফলে এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এছাড়া অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। সেই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও বিভিন্ন পদে জনবল সঙ্কট এবং প্রয়োজনীয় সংখ্যক অসবাবপত্রসহ কমিউনিটি ক্লিনিক বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডাক্তার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার ফেরদৌস নিলুফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, বাঘা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল আরিফিন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ