বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ২:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪ টায় জেলার বাঘা থানার আলাইপুর (রামসাপুরমোড়) এলাকায় অপারেশন চালিয়ে ১৬১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তি বাঘার আলাইপুর (রামসাপুরমোড়) এর মৃত রেজাব আলীর ছেলে লালু মণ্ডল (৫৫)। এ সময় আসামীর কাছ থেকে মোবাইল ফোন ১টি, সিমকার্ড ২টি জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল লালু মন্ডল (৫৫) এর বসতবাড়ির চতুরদিক ঘেরাও কালে এক ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে।

পরবর্তীতে বসতবাড়ি তল্লাশি করে আসামীর শয়ন কক্ষের ভিতরে থাকা শয়ন খাঁটের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version