বাঘেদের খাদ্যসংকট! সুন্দরবনে ১০০ হরিণ ছাড়ল বন দপ্তর

আপডেট: মার্চ ২৫, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


একটি বা দু’টি নয়, একেবারে ১০০টি হরিণ ছাড়া হল সুন্দরবনের গভীর ম্যানগ্রোভ অরণ্যে। এমনটাই জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স।

উল্লেখ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ। ইদানীং জঙ্গলে বাঘের আনাগোনা অত্যধিক হারে বেড়ে গিয়েছে। কোর এরিয়া ছাড়িয়ে বাঘ লোকালয়ের কাছাকাছি আসার পাশাপাশি মাছ-কাঁকড়া ধরতে গিয়ে সম্প্রতি অসংখ্য মৎস্যজীবী বাঘের হানায় প্রাণ হারিয়েছেন।
বনকর্তাদের অনুমান, সম্ভবত জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় পেটের খিদেয় বাঘগুলি জঙ্গল থেকে বেরিয়ে আসছে। শুধু তাই নয়, বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় জঙ্গলে খাদ্যের রসদে ভাটা পড়ছে বলেও তাঁদের অনুমান। এই সমস্ত বিষয় মাথায় রেখেই জঙ্গলে হরিণ ছাড়ার সিদ্ধান্ত নিল বন দপ্তর।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স জানিয়েছেন, খুব সম্ভবত সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভাল। সেই কারণে বাঘের আনাগোনা বেড়েছে। সুন্দরবন জঙ্গলে যাতে বাঘেদের কোনওপ্রকার খাদ্যসংকট না হয়, সেজন্য ম্যানগ্রোভ অরণ্যে ১০০ হরিণ ছাড়া হয়েছে। এর ফলে জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়েও দুর্ঘটনার সংখ্যা কিছুটা হলেও কমবে বলে মত তাঁদের।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন