বাজারের মধ্যে দিয়ে ছুটছে বাইক. পিছনে বসে ‘মরুভূমির জাহাজ’, ভাইরাল ভিডিও!

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে বাইক। এক যুবক চালাচ্ছেন আর একজন পিছনে বসে আছেন। আর দুজনের মাঝে শান্তভাবে বসে রয়েছে একটি বিশালাকার উট। উটকে এভাবে বাইকে করে নিয়ে যাওয়ার দৃশ্যে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অভাবনীয় এই দৃশ্য খুব দ্রুত ছড়িয়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটিজেনদের মনে জেগেছে কৌতূহল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে বসে আছেন-একজন চালাচ্ছেন এবং অন্যজন পেছনে বসে আছেন। তবে আসল চমক হল, উটটি তাদের মাঝে আরামদায়কভাবে বসে আছে। স্বাভাবিকভাবে এত বড় একটি প্রাণী বাইকে বসা অসম্ভব মনে হলেও, এটিকে বিশেষভাবে বাধা হয়েছে যাতে দাঁড়িয়ে না যায়। অদ্ভুত এই দৃশ্য দেখে পথচারীরাও রীতিমত হতবাক হয়ে পড়েছেন এবং অনেকেই বিস্ময় প্রকাশ করে চিৎকার করেন, ‘আরি মোরি মাইয়া!’।

এমন একটি অস্বাভাবিক ঘটনা যে ঘটতে পারে তা আমজনতার অবিশ্বাসের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। তবে এই ভিডিও প্রমাণ করে যে অসাধারণ কোনও ভাবনা অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি করতে পারে। ভিডিওটি দ্রুতই অনলাইনে জনপ্রিয়তা লাভ করেছে। এই অদ্ভুত প্রদর্শনীর পিছনে যে কৌশল রয়েছে তাতেই মুগ্ধ হয়েছেন অনেকেই। সাধারণ মানুষের বক্তব্য, এমন এক দৃশ্যের সাক্ষী হতে পারা সত্যিই অবাক করা ব্যাপার। উটের এই অপ্রথাগত বাইক যাত্রা সমাজ মাধ্যমে অবিশ্বাস্য ও চমকপ্রদ কনটেন্টের আরও একটি জলজ্যান্ত উদাহরণ।

তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ