বাজ পড়ে এক দিনে ৩৭ জনের মৃত্যু হল উত্তরপ্রদেশে!

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে এক দিনেই মৃত্যু হল ৩৭ জনের। তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজ্যের প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। স্থানীয় সূত্রে খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বা

জ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। তার পরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি।
ফের পরীক্ষা নয়, জুলাই মাসেই নিটের কাউন্সেলিং শুরু করতে চায় কেন্দ্র, শীর্ষ আদালতে হলফনামা পেশ

রাজ্যে আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের বেশির ভাগ জেলায় আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে ১১-১৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার বারাণসীতে বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার এবং কানপুরে ৩৫ মিলিমিটার। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেওরিয়া, গোরক্ষপুর, কুশীনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, লখুমপুর খেরিতে। অন্য দিকে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গোন্ডা, শ্রাবস্তি, বাহরাইচ, সীতাপুর, ফতেপুর, সোনভদ্র, মোরাদাবাদ, রামপুর, বরেলী, পিলিভীট, প্রয়াগরাজ, কৌশাম্বী এবং মির্জাপুরে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version