বাড়িতেই তৈরি হয়েছিল নাগলোক, সাপের সংখ্যা জানলে শিউরে উঠবেন আপনিও

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


যারা অস্ট্রেলিয়াতে থাকেন তাদের কাছে সাপের সঙ্গে ঘর করা খুব একটা বড় কথা নয়। তবে যদি কারও বাড়িতে সাপেদের রাজত্ব থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেই হবে। একজনের বাড়ি থেকে বেরিয়ে এল ১০২ টি সাপ। দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল সকলেরই।

সিডনির বাসিন্দা ডেভিস স্টেনকে এলাকার সকলেই চেনেন। তার বাড়ির পিছনের বাগানে কয়েকদিন ধরেই সাপেদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। প্রথমে গুরুত্ব না দিলেও পরে সাপ ধরার লোক ডেকে নিয়ে আসেন তিনি। সেই ব্যক্তি এসে বাগানের বিভিন্ন অংশ খুঁজে দেখতেই দেখা গেল ১০২ টি সাপ রয়েছে সেই বাগানে। তার মধ্যে ৯৭ টি সাপের ছানা, বাকিগুলি প্রাপ্তবয়স্ক। আরও অবাক করা ঘটনা হল প্রতিটি সাপ অতি বিষধর জাতির।

রেড বেলিড ব্ল্যাক স্নেক হল অন্যতম বিষধর একটি সাপ। এই স্ত্রী সাপ অতি দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। আকারে ছোটে হলেও এই সাপ যদি কাউকে কামড়ায় তাহলে অতি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নাহলে তার মৃত্যু নিশ্চিত।

স্টেন জানিয়েছেন, তিনি তার বাড়িতে এর আগেও বেশ কয়েকটি সাপ দেখেছিলেন। তবে তাকে তিনি গুরুত্ব দিতে চাননি। তবে এতগুলি সাপ চোখের সামনে দেখে তিনি সত্যি অবাক। সাপগুলিকে দেখে সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, সবকটি সাপ এতটাই বিষধর যে কপাল জোরে বেঁচে গিয়েছেন স্টেন।

সবকটি সাপকে অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাপগুলিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় গোটা এলাকায়। যেভাবে সাপগুলি একত্রিত হয়েছিল তাতে সেগুলিকে একসঙ্গে বের করা ছিল প্রায় অসম্ভব। তবে ধীরে ধীরে সমস্ত সাপগুলিকে সেখান থেকে বের করা হয়। এই এলাকায় এই ধরণের আরও সাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই সাপ এখানে এসে এত বিশালভাবে নিজেদের বংশবিস্তার করল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version