বাড়িতে অলসভাবে দিন কাটাচ্ছেন, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


সম্প্রীতি একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে ২০ কোটি ভারতীয় তাঁদের জীবন নিষ্ক্রিয় ভাবে কাটিয়ে দেন। তারা সারাদিন খুব একটা কাজ কিছুই করেন না। এই সংখ্যা গ্রামের দিকে বেশি। মহিলারা এই দলে বেশি বলেই জানিয়েছে সমীক্ষা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে অন্তত ১৫০ মিনিট নিজেকে ফিট রাখার কাজ করা উচিত। শিশুদের ক্ষেত্রে এর সময় ৬০ মিনিট প্রতিদিন। কিন্তু বেশিরভাগ ভারতীয় মনে করে শিশুরা সারাদিন পড়াশোনা করলে তাঁদের দিন কেটে যাবে। খেলাধুলা যদি তারা না করে তাহলে তাঁদের চলে যাবে।

সমীক্ষা থেকে জানা গিয়েছে গ্রামের দিকে মহিলারা অনেক বেশি খেলাধুলা থেকে দূরে থাকে। তারা কোনও সামাজিক অনুষ্ঠানে বিশেষ অংশ নেয় না। ফলে ঘরের মধ্যে তাঁদের জীবন অনেক বেশি নিষ্ক্রিয় হয়। তাঁদের শারীরিক এবং মানসিক বিকাশ সহজে হয় না।

গ্রামের দিকে বেশিরভাগ স্কুলে পড়ুয়াদের খেলার পরিবেশ থাকে না। আবার লিঙ্গ বৈষম্য থাকার ফলে মেয়েরা ছেলেদের সঙ্গে একসঙ্গে খেলতে পারে না। এটাও একটা বড় কারণ যার জন্য গ্রামের মেয়েরা নিষ্ক্রিয় হয়ে পড়ে।

অনেক সময় দেখা গিয়েছে উপযুক্ত খেলার জায়গা না থাকার ফলে মেয়েরা খেলতে পারে না। আবার অনেক খেলার জায়গা থাকার পর তারা নিরাপত্তা অভাব বোধ করে ফলে তারা বাড়ি থেকে বের হতে চায় না।

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশাতে এই পরিস্থিতি বেশি দেখা দিয়েছে। সেখানে মেয়েরা অনেক বেশি নিষ্ক্রিয় রয়েছে। এদের মূল স্রোতে ফেরাতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সরকারকে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন