বাণিজ্যতরীতে আছড়ে পড়ল হুথি মিসাইল, জাহাজ ছেড়ে পালালেন চালকদল

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :তিন মাসে প্রথমবার। হুথিদের ভয়ানক হামলার মুখে জাহাজ থেকে পালিয়ে গেলেন নাবিকরা। জানা গেছে, ব্রিটিশ নিবন্ধিত থাকা জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের জঙ্গি সংগঠনটি। বিপদের খবর পেয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়।

২০২৩ এর নভেম্বর থেকেই লোহিত সাগর, এডেন উপসাগর এলাকায় একের পর এক বাণিজ্যতরীতে লাগাতার হামলা চালিয়েছে হুথিরা। জানা গেছে, এই প্রথমবার পানির তলায় ড্রোন কাজে লাগিয়ে আক্রমণ শানিয়েছে হুথিরা। ওই হামলার খবর পেয়েই ৫টি মিসাইল ছোড়ে আমেরিকা। তার পরেই পালটা দিয়েছে হুথিরা।

জানা গেছে, উত্তর আমেরিকার বেলিজের একটি জাহাজ লোহিত সাগরের দিকে যাচ্ছিল। রোববার পণ্যবাহী সেই জাহাজ লক্ষ্য করে মিসাইল ছোড়ে হুথিরা। জাহাজের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। কীটনাশক নিয়ে যাওয়া জাহাজটি ডুবে যাবে বলেই ধারণা করা হচ্ছে। হামলার সময়ে জাহাজে ছিলেন ২৪ জন নাবিক। পাশের একটি জাহাজ বিপদসংকেত পেয়ে তাঁদের উদ্ধার করে। আপাতত সকলেই সুরক্ষিত আছেন বলেই খবর। ওয়াকিবহাল মহলের অনুমান, মিসাইল আছড়ে পড়ার পরে বিরাট বিস্ফোরণ হয়েছে জাহাজে।

উল্লেখ্য, আগেও জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। কিন্তু জাহাজ ছেড়ে নাবিকদের পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করেনি হুথিরা। পরে জঙ্গি গোষ্ঠীর সামরিক বিভাগ জানায়, বেলিজের বাণিজ্যতরীতে হামলা হয়েছে। তার জেরে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত, এবার ডুবে যেতে পারে। তবে হামলার আগে নাবিকরা যেন জাহাজ থেকে বেরিয়ে যেতে পারেন সেটাও নিশ্চিত করা হয়েছে। তবে এডেন উপসাগরে জাহাজটি পুরোপুরি ডুবে গিয়েছে কিনা, সেই নিয়ে কোনো প্রমাণ দিতে পারেনি হুথিরা।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ