বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এবছর রাবি কেন্দ্রীয় মন্দির চত্বরে ২০টির অধিক পূজা মন্ডপ স্থাপন করা হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সেসব মন্ডপে নিজ নিজ বিভাগের পক্ষে পূজা অর্চনায় যোগ দেন। দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে উপাচার্য বিভিন্ন বিভাগের মন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
বাণী অর্চনার মন্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ড. রতন কুমার, সাধারণ-সম্পাদক মোহিত মজুমদার, প্রক্টর-অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণী অর্চনার কর্মসূচিতে আরো ছিল সকাল ৮টায় প্রতিমা স্থাপন ও পূজা অর্চনা, সকাল সাড়ে নয়টায় পুষ্পাঞ্জলী ও বিকেল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান।