শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
উত্তরবঙ্গে বাদপড়া জাতি সরকারি গেজেটে অন্তর্ভুক্তি ও গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এমএলডিসি ও মাহলে স্টুডেন্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি ও অদিবাসী নেত্রী মেরিনা হাঁসদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মাসাউস সংস্থার নির্বাহী পরিচালক যাকরিয়াস ডুমরী, মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিক ডুমরী, এমএলডিসি সাধারণ সম্পাদক মাইকেল মানড্রি, আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন প্রসুখ।
এসময় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সেজ্যোতি ইয়াং ক্লাব, কলিমনগর ইয়াং ক্লাব, নতুন প্রজন্ম ইয়াং ক্লাব, আশার আলো ইয়াং ক্লাব, জেগে উঠা ইয়াং ক্লাব, মাহলে স্টুডেন্টস কাউন্সিল।