বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
চট্টগ্রামে এক ব্যক্তিকে খুন করে বিদেশে পালিয়ে যাওয়ার পথে দুই ছেলেকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এ ঘটনায় তাদের মাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) শেখ মেহেদী।
গ্রেপ্তার দুই জন হলেন- শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমান। তাদের মধ্যে মিজানকে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে এবং নিজামকে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান বাড়ির বাসিন্দা নুরুল হক চৌধুরীকে (৭২) বুধবার রাতে খুন করা হয়।
“পরে তার দুই ছেলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আর খুনে সহায়তার অভিযোগে তাদের মাকে বাড়ি থেকে আটক করা হয়।”
কর্ণফুলী থানার এসআই আব্দুল্লাহ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জেরে বুধবার রাতে নুরুল হকের সাথে তার প্রবাসফেরৎ ছেলে শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমানের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
“তাদের মায়ের সহযোগিতায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাই মাকেও আটক করা হয়েছে।”
এসআই নোমান বলেন, কাতার প্রবাসী নিজাম উদ্দিন গত ৬ সেপ্টেম্বর দেশে ফেরেন। আর মিজানুর আবুধাবিপ্রবাসী, তিনি দেশে এসেছিলেন ৭ সেপ্টেম্বর।
তথ্যসূত্র: বিডিনিউজ