বাবু ডাইং ফিল্টিপাড়ায় ‘গেরাম পূজা’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: মার্চ ৪, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এবং ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর) এর যৌথ আয়োজনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কোল সম্প্রদায়ের সামাজিক উৎসব ‘গেরাম পূজা’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবু ডাইং ফিল্টিপাড়া স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুনিরা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, মণ্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সুনিল কুমার মাঝি, এনএজিআর নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সুসেন কুমার শ্যামদুয়ার, সুবোধ চন্দ্র মাহাতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ