বাম ছাত্র সংগঠনগুলোর গণমিছিল স্থগিত, সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

বাম ছাত্র সংগঠনগুলোর সমাবেশ

সোনার দেশ ডেস্ক :


দেশে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার দাবি জানিয়েছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ব্যর্থ’ মন্তব্য করে তার অপসারণেরও দাবি জানান তারা।

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশে জড়ো হন বাম নেতাকর্মীরা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণমিছিল স্থগিত করে একটি সংক্ষিপ্ত সমাবেশে সাত দফা দাবি তুলে ধরেন তারা।

তাদের সাত দফা দাবি হলো– দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার করতে হবে; স্বরাষ্ট্র উপদেষ্টকে অপসারণ করতে হবে; জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে; মন্দির-মসজিদ, মাজারে হামলাকারীদের বিচার করতে হবে; চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার বিচার করতে হবে; সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়াসহ আওয়ামী আমলের সব হত্যার বিচার করতে হবে এবং হিন্দু ও আদিবাসীদের ওপর হামলা ও লুটতরাজের বিচার করতে হবে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Exit mobile version