শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হিজবুত তাহরীর বাংলাদেশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে তারা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে হিজবুত তাহরীর জানায়, বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা, সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে।
তবে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে সমাবেশে অংশগ্রহণকারী কোনও নেতার নাম প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন