মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ফুলের সৌরভে পাখির কলতানে মুখরিত বসন্তের মাঝামাঝি সময়ে ‘সৃজনী’ রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের চতুর্থ তলার অডিটোরিয়ামে গতকাল বুধবার ৭ টায় ‘বাসন্তী ভালবাসা সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সৃজনীর সদস্যবৃন্দ নৃত্য, গান, আবৃত্তি, গিটার ও একটি ছোট্ট নাটিকা মঞ্চস্ত করে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় ছিলেন, সৃজনীর সদস্য সচিব ড. কানিজ হাসনীন। অনুষ্ঠানে সৃজনীর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডা. এম ফজলুর রহমান, প্রফেসর গোলাম আকবর, অ্যাডভোকেট গোলাম রব্বানী, ড. তসিকুল ইসলাম রাজা, অধ্যাপক সাঈদা বেগম, ডা. রুখসানা আখতার জাহান, রফিকুল হাসান ফিরোজসহ সৃজনীর সদস্যবৃন্দ।
রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদবর্গ, সমিতির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৃজনীর আহ্বায়ক প্রফেসর ডা. মামুন উর রশীদ। সঞ্চালনায় ছিলেন, সৃজনীর সহ-সভাপতি ডা. আয়েশা সিদ্দীকা খুকু।