নগরীতে বাসের ধাক্কায় রুয়েট শিক্ষার্থীসহ অটোচালক আহত

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী নগরীতে বাসের ধাক্কায় রুয়েট শিক্ষার্থীসহ অটোচালক গুরুত্বর আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিকে আটক করেছে স্থানীয়রা।

বাসের ধাক্কায় আহত শিক্ষার্থীর নাম সোহেল (২২)। সে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত অটোচালকের নাম নাম মুন্না (৩১)। সে নগরীর কাদিরগঞ্জ এলাকার মামুনের ছেলে।

বাসের ধাক্কায় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাঘাগামী একটি বাস রাবির মূল ফটকের সামনে পৌছালে অটোরিকশার সাথে মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের চালক ও সহকারিরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত অটোরিকশা চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক পারভেজ জানান, বাসটিকে জব্দ করা হলে চালক ও সহকারিরা পালিয়ে গেছে। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ