বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই একটি সিএনজিতে ছিলেন। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও তুষার। তবে তুষারের পরিচয় জানা হয়ানি। তবে নিহত শহিদুল ইসলাম ও আতিকের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিকেলে রাব্বী পরিবহন নামের একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলো। পথে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গেমুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ৩ জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সিএনজিতে থাকা ৪ জনের আর কেউ বেঁচে নেই। এবিষয়ে মামলা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।