মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের চার বছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর এই কমিটিতে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজশাহীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. খায়রুল আলম ফারহাদ।
এর আগে খায়রুল আলম ফারহাদ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বাস্কেটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৩ থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নগরীর উপশহর ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক খায়রুল আলম ফরহাদ দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে থেকে ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা রেখেছিলেন। বর্তমানে তিনি স্থানীয় বাস্কেটবলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার জন্য খেলোয়াড়দের নিয়মিত চর্চার পাশাপাশি তাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখেন। বাস্কেটবল ফেডারেশনের পদে থেকে জাতীয় দলের ম্যানেজার ও কর্মকর্তা হিসাবে বিদেশেও গেছেন। এমনকি দেশের ভিতরে বাস্কেটবলের বিভিন্ন টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাফল্যে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহীবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাতে করে ফেডারেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন।