বাস্তববাদী নাফীস

আপডেট: মার্চ ২৪, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার শাহরিয়ার নাফীস। তিন বছর ধরে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন এ ওপেনার। তারপরও জাতীয় দলে জায়গা হচ্ছে না এ তারকার। তবে এ নিয়ে হতাশা কাজ করছে না তার। বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাওয়া খুব কঠিন জানেন। তাই বাস্তবতা মেনেই সহজভাবে নিয়েছেন। নিয়মিত পারফরম্যান্স করেই নজরে থাকতে চান তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নাফীস বলেন, ‘আমি খুবই বাস্তববাদী। দল হিসেবে বাংলাদেশ এই মুহূর্তে দরুণ খেলছে। এই মুহূর্তে দলে জায়গা করে নেয়াটা সহজ নয়। আমি যদি পারফরম করতে থাকি আর দলে যদি কখনও জায়গা খালি হয় তখন আমাকে বিবেচনা করা হবে- এটা আমি বিশ্বাস করি। তাই আমি পারফরম করে যেতে চাই। আমার যদি পারফরম্যান্স না থাকত আমাকে নিয়ে আলোচনা বা মানুষ যেটা বলছে সেটা আসত না।’
দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন নাফীস। গত তিন বছর পারফরম্যান্সের বিচারে তাকে প্রাথমিক দলে না নেয়া এক প্রকার অন্যায়ই বলা যায়! তারপরও বাস্তবতা মেনে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে নিজেকে চাঙ্গা রাখা।’
‘আমাদের দেশের যে সংস্কৃতি ওই অনুযায়ী সবাই জাতীয় দলকেই বড় জায়গা মনে করে এবং ওইটার জন্যই সবাই চিন্তা করে। আপনি যখন পারিপার্শ্বিক দিক থেকে কোনো আলোচনা শুনবেন সবাই জাতীয় দলের কথাই বলবে। তো এ রকম অবস্থায় যখন আপনি জাতীয় দলের বাইরে থাকবেন তখন কাজটি খুবই কঠিন।’
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণ পারফরম্যান্স করেছেন নাফীস। ৬ ম্যাচে ৮ ইনিংস ব্যাটিং করে করেছেন ৪৯১ রান। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ