রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শরীফ সাথী:
আমি পাখি খুলে আঁখি
খড়কুটো ঘর বেন্দে থাকি
সবুজ বৃক্ষের বনে বনে
সবাই সবার আপন মনে
ছন্দ সুরে গান গান গেয়ে যাই,
বাংলাদেশে বাস করি তাই।
কাছে কিংবা দূর সীমানায়
ইচ্ছে হলেই উড়ে বেড়ায়
কে কার যত আশা শুনাই
মনের মত বাসা বুনাই
স্বপ্ন চোখ চাষ করে যাই,
বাংলাদেশে বাস করি তাই।