মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যে থেকে ভোর কনকনে শীতে কাপঁছে নগরী। কুয়াশা খুব তীব্র না হলেও বাতাসের শীতলতা যেন বরফের মত ঠান্ডা। শিশিরের পরিমাণ বেশি হওয়ায় ভিজে থাকছে নগরির রাজপথ। এদিকে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে। তবে আবহাওয়া অফিস বলছে- আরো কমতে পারে তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- রোববার (১৬ জানুয়ারি) রাজশাহীতে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি। এছাড়া সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এছাড়া সন্ধ্যায় ছিল ৬৮ শতাংশ।
অন্যদিকে, শনিবার (১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, বাংলা মাঘ মাস চলছে। প্রতিবছর এই পুরো মাস জুড়ে শীত বেশি থাকে। এইবছর বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।