রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বাড়ি ফেরার নিরাপত্তার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা-সোনার দেশ
রাজশাহী বাগমারায় প্রতিপক্ষের ধারাবাহিক হামলা, ভাঙচুর ও খেত-খামার ধ্বংসের সঙ্গে জড়িতদের গ্রেফতার, বিচার ও বাড়ি ফেরার নিরাপত্তার দাবিতে মানমবন্ধন করা হয়েছে। হামলার শিকার হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ি ছাড়া ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্যরা এ মানববন্ধন করেন। গতকাল রোববার সকাল ১১টার থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপেয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে তারা অভিযোগ করেন, বাগমারা চক মহব্বতপুর গ্রামের বাড়ির সীমানা প্রচীর নিয়ে বিরোধের জের ধরে ২৩ জুলাই সকালে স্থানীয় সৈনিক লীগ নেতা এনামুল হকের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী হামলা চালায়। এসময় তারা কয়েকজনকে কুপিয়ে জখম করে এবং বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসযোগ করে। এরপর তারা সাতটি পান বরজ এবং একটি মুরগির খামার ধ্বংস করে দেয়। তাদের হামলা ও হুমকিতে এখন ১০টি পরিবারের সদস্যরা গত দুই সপ্তাহ ধরে বাড়ি ছাড়া। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছে না। সন্ত্রাসীদের গ্রেফতারসহ ১০টি পরিবারের সদস্যদের বসত বাড়িতে যাওয়ার নিরাপত্তার দাবি করেন তারা।
মানবন্ধনে ক্ষতিগ্রস্ত অন্যদের মধ্যে আয়েন উদ্দিন, আজিজুল হক, আজাবুল ইসলাম, সাহাবুল ইসলাম, জার্জিস আলম, মুস্তাকিন, শাহাবুল, দুলাল হোসেন ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন।