বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে আহত ব্যক্তি হাসপাতালে

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শেষে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুত্বর আহত হয়েছে অজ্ঞাত একব্যক্তি। তার আনুমানিক বয়স (৪৫) বছর। রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ছাদে থেকে পড়ে আহত হন বলে জানা গেছে।

পরে রাবি শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তবে এই ব্যক্তির নাম পরিচালয় জানা যায়নি। তবে ওই অজ্ঞাত ব্যক্তির গায়ে নাটোর সদর আসনের এমপি শিমুলের ছবি সম্বলিত টি-শার্ট রয়েছে। তাতে ধারণা করা হচ্ছে তার বাড়ি নাটোরে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবল শ্রী সঞ্জয় জানান, ট্রেন থেকে পড়া এক ব্যক্তি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।