বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি হিকোল, সম্পাদক মুন্সী

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর সাহেব বাজারের মুনলাইট গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিএফএ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলার সভাপতি শফিউল রহমান চৌধুরী।

উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ- সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ- সভাপতি আবু মোত্তালেব (লিলু), সহ-সভাপতি শাহানুর আলম (টিয়া) ও অর্থ সম্পাদক ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

এছাড়া উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর ও গঠণতন্ত্র মোতাবেক তিনজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব অর্পন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার শফিকুল আলম (সমাপ্ত), নির্বাচন কমিশনার ফজলুর রহমান ও নির্বাচন কমিশনার ওসমান আলী।

সকল ডিলারদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাবিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সকল ডিলারের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং মতামত জানতে চাইলে উপস্থিত সকলে মাহফুজুল হাসনাইনকে (হিকোল) সভাপতি এবং শরিফ উদ্দিন মুন্সীকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি উপস্থিত সকলের কণ্ঠ ভোটে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পাস হয়। উক্ত কমিটির মেয়াদ কাল ২০২৫- ২০২৬ সাল পর্যন্ত, সর্ব সম্মতিতে গৃহিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ