রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) রাজশাহী জেলার সহযোগি সংস্থা সমূহের আয়োজনে এবং জেলার দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় পিনাকল স্টাডি হোম এর শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার (১৭ মার্চ) অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীনসহ প্রতিবন্ধি স্বেচ্ছাসেবী সোসাইটি, নিবুস, লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, কাবিউস, পিডিও, আরএসডিপি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ পিনাকল স্টাডি হোম এর শিক্ষিক সুপর্ণা ভদ্র, কামনা পাল, চন্দনা রানী, রিমা সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, টুম্পা পাল উপস্থিত ছিলেন।