বিএনপিকে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বিএনপি আন্দোলনে নামলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আন্দোলনের নামে সহিংসতা করা হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে আসেন কাদের। এ সময় বিএনপি নেতা মওদুদের আন্দোলনের হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে তিনি বলেন, বিএনপি কার্যালয়ে এখন একদল-আরেকদলকে বলে সরকারের দালাল। তারা আগে নিজেরা এক হোক। কমিটির ৫৯৬ জন আগে মাঠে নামুক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলন হলে ভালো। অনেকদিন মওদুদ সাহেবকে রাজপথে দেখা যায় না। আগে তিনি মাঠে নামুন। তাদের আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।-প্রতিদিনের সংবাদ

এ বিভাগের অন্যান্য সংবাদ